ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৩৪
হজ্ব - উমরার অধ্যায়
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩৪) ইবন আব্বাস রা. বলেন, আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) আরাফাতের দিনে দুআ করছেন, অসহায় দরিদ্র ব্যক্তির খাবার ভিক্ষার মতো করে তাঁর হাত দুটি তাঁর বুক পর্যন্ত উঠানো রয়েছে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يدعو بعرفة يداه إلى صدره كاستطعام المسكين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৩৪ | মুসলিম বাংলা