ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪৩৫
আরাফাত থেকে মুযদালিফায় যাত্রা করতে হবে মাগরিবের পরে
(১৪৩৫) আয়িশা রা. থেকে বর্ণিত, তিনি (আরাফার দিনে সূর্যাস্তের পরে) কিছু পানীয় চেয়ে নিয়ে ইফতার করতেন। অতঃপর তিনি মুযদালিফা অভিমুখে যাত্রা শুরু করতেন।
عن عائشة رضي الله عنها أنها كانت تدعو بشراب فتفطر ثم تفيض
