ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৩৩
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩৩) আব্দুল্লাহ ইবন উমারের পুত্র তাবিয়ি সালিম বলেন, হাজ্জাজ ইবন ইউসুফ** আব্দুল্লাহ ইবন উমার রা.কে জিজ্ঞাসা করেন, আরাফার দিনে আরাফার অবস্থানের সময় কীভাবে কী করবেন? তখন সালিম বলেন, আপনি যদি সুন্নত (মতো চলতে) চান তাহলে আরাফার দিনের (যুহর ও আসরের) সালাত দ্বিপ্রহরের সাথে সাথে প্রথম সময়ে আদায় করুন তখন আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, সে সত্য বলেছে। তারা সুন্নত অনুসারে যুহর ও আসরের সালাত একত্র করে আদায় করতেন।
عن سالم وقد سأل الحجاج بن يوسف عبد الله بن عمر رضي الله عنهما كيف تصنع في الموقف يوم عرفة؟ فقال سالم إن كنت تريد السنة فهجر بالصلاة يوم عرفة فقال عبد الله بن عمر صدق إنهم كانوا يجمعون بين الظهر والعصر في السنة... وقال سالم: إن كنت تريد السنة فاقصر الخطبة وعجل الموقف …. فقال ابن عمر: صدق
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৩৩ | মুসলিম বাংলা