ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৩২
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩২) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, (আরাফায় অবস্থানের ক্ষেত্রে) তোমরা উরানার মাঠ থেকে সরে যাবে। এবং (মুযদালিফায় অবস্থানের ক্ষেত্রে) তোমরা মুহাসসার প্রান্তর থেকে সরে যাবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إرفعوا عن بطن عرنة وارفعوا عن بطن محسر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৩২ | মুসলিম বাংলা