ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৩১
আরাফা ও মুযদালিফায় অবস্থান এবং অবস্থানের সময় সালাত একত্রিত করা, দ্বিপ্রহরের শুরুতেই সালাত আদায়, খুতবা, দুআ ইত্যাদি কর্ম
(১৪৩১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (বিদায় হজ্জে) যখন আরাফার মাঠে অবস্থান করলেন তখন বললেন, এই হল অবস্থানের জায়গা এবং আরাফাতের প্রান্তর পুরোটাই অবস্থানের জায়গা। এবং তিনি যখন (রাতে) মুযদালিফার কুযাহ পাহাড়ের উপর অবস্থান করলেন তখন বললেন, এই হল অবস্থানের জায়গা এবং মুযদালিফার প্রন্তর পুরোটাই অবস্থানের জায়গা।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا قال حين وقف بعرفة: هذا الموقف وكل عرفة موقف وقال حين وقف على قزح: هذا الموقف وكل المزدلفة موقف
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪৩১ | মুসলিম বাংলা