ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪৩০
হজ্ব - উমরার অধ্যায়
আরাফাতে অবস্থানই হজ্জ
(১৪৩০) আব্দুর রহমান ইবন ইয়া'মার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হজ্জ হল আরাফায় অবস্থান করা। যে ব্যক্তি মুযদালিফার রাতে (জিলহজ্জ মাসের ৯ তারিখের দিবাগত রাতে বা আরাফার দিনের পরবর্তী রাতে) ফজরের পূর্বে আসতে পারল সে হজ্জ পেয়ে গেল।
كتاب الحج
عن عبد الرحمن بن يعمر رضي الله عنه مرفوعا: الحج عرفة من جاء ليلة جمع قبل طلوع الفجر فقد أدرك الحج

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ ও চার সুনানগ্রন্থ । তিরমিযি বলেন, (তাবি’-তাবিয়ি ফকীহ) ওয়াকী' ইবনুল জাররাহ (১৯৬ হি.) বলেন, এই হাদীসটি হজ্জের কর্মকাণ্ড বিষয়ক মূল হাদীস)। [মুসনাদ আহমাদ, হাদীস-১৮৭৭৪; সুনান আবু দাউদ, হাদীস-১৯৪৯; সুনান তিরমিযি, হাদীস-৮৮৯; সুনান নাসায়ি, হাদীস-৩০১৬; সুনান ইবন মাজাহ, হাদীস-৩০১৫]

[গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটি ইমাম আহমাদ ও চার সুনানের সঙ্কলক শব্দের ভিন্নতাসহ উদ্ধৃত করেছেন। এখানে উদ্ধৃত শব্দ তিরমিযির। এবং ইমাম যাহাবি হাদীসটিকে সহীহ বলেছেন। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান