ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪২৯
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৯) মহিলা তাবিয়ি সাফিয়্যা বিনতু শাইবা বলেন, বনু আব্দুদ দার গোত্রের কতিপয় মহিলা, যারা রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছিলেন, তারা আমাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে দৌড়ানোর সময়) বলেন, তোমরা দৌড়াও; কারণ আল্লাহ তোমাদের উপর দৌড়ানো লিপিবদ্ধ (অত্যাবশ্যকীয়) করেছেন।
عن صفية بنت شيبة قالت: أخبرتني نسوة من بني عبد الدار اللائي أدركن رسول الله صلى الله عليه وسلم مرفوعا: إسعوا فإن الله كتب عليكم السعي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২৯ | মুসলিম বাংলা