ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪২৮
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ করতেন তখন তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ঢলের পানি চলাচলের নিম্নভূমিতে দৌড়াতেন।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يسعى ببطن المسيل إذا طاف بين الصفا والمروة
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২৮ | মুসলিম বাংলা