ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪২৭
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৭) ইবন উমার রা. বলেন, ...এবং রাসূলুল্লাহ (ﷺ) সাফা ও মারওয়ার মাঝে সাতবার তাওয়াফ (সাঈ) করেন।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا : و طاف (ثم سعى) بين الصفا والمروة سبعا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২৭ | মুসলিম বাংলা