ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪২৬
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফের (সাঈ করার) প্রচলন করেছেন। কাজেই কারো জন্য তা বর্জন করার অধিকার নেই।
عن عائشة رضي الله عنها قالت: وقد سن رسول الله صلى الله عليه وسلم الطواف بينهما فليس لأحد أن يترك الطواف بينهما
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২৬ | মুসলিম বাংলা