ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪২৫
সাফা ও মারওয়ার মধ্যে তাওয়াফ ও তার পদ্ধতি
(১৪২৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন বাইতুল্লাহর তাওয়াফ শেষ করলেন তখন তিনি সাফা পাহাড়ে আগমন করলেন । তিনি পাহাড়ের উপরে আরোহণ করে বাইতুল্লাহর দিকে তাকালেন এবং তিনি তাঁর হস্তদ্বয় উঠালেন।তখন তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন এবং তাঁর ইচ্ছামতো দুআ করলেন ।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لما فرغ من طوافه أتى الصفا فعلا عليه حتى نظر إلى البيت ورفع يديه فجعل يحمد الله ويدعو بما شاء أن يدعو
