ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪২৪
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২৪) উমার ইবনুল খাত্তাব রা. থেকে বর্ণিত, তিনি ফজরের সালাতের পরে তাওয়াফ করেন, কিন্তু তিনি তাওয়াফের দুই রাকআত সালাত আদায় করেন না। (তিনি মদীনার পথে বেরিয়ে পড়েন) যখন তিনি যূ-তুওয়া নামক স্থানে পৌঁছালেন এবং এবং সূর্য উঠে গেল তখন তিনি দুই রাকআত সালাত আদায় করলেন।
عن عمر بن الخطاب رضي الله عنه أنه طاف بالبيت بعد الصبح فلم يركع فلما صار بذي طوى وطلعت الشمس صلى ركعتين
