ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪২৩
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২৩) মিসওয়ার ইবন মাখরামা রা. থেকে বর্ণিত, তিনি যখন ফজরের পরে বা আসরের পরে তাওয়াফ করতেন তখন কয়েকবার সাত চক্কর তাওয়াফ একত্রে করতেন (মাঝে দুই রাকআত তাওয়াফের সালাত আদায় করতেন না)। যখন সূর্য উদিত হত বা অস্ত যেত তখন তিনি প্রত্যেক সাত চক্করের জন্য দুই রাকআত সালাত আদায় করতেন।
عن المسور بن مخرمة أنه كان يقرن بين الأسابيع إذا طاف بعد الصبح والعصر فإذا طلعت الشمس أو غربت صلى لكل أسبوع ركعتين
