ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪২২
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২২) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি বলতেন, প্রত্যেক সাত তাওয়াফের জন্য দুই রাকআত সালাত। তিনি দুইবার সাত চক্কর একত্র করতেন না। (মাঝে অবশ্যই দুই রাকআত সালাত আদায় করতেন)।
عن ابن عمر رضي الله عنهما أنه كان يقول: على كل سبع ركعتان وكان هو لا يقرن بين سبعين
