ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪২১
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২১) তাবিয়ি নাফি’ বলেন, ইবন উমার রা. প্রত্যেক সাত চক্কর তাওয়াফের জন্য দুই রাকআত সালাত আদায় করতেন।
كتاب الحج
عن نافع كان ابن عمر رضي الله عنهما يصلي لكل سبوع ركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪২১ | মুসলিম বাংলা