ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪২০
তাওয়াফের প্রত্যেক সাতবারের পরে মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করা এবং মাকরূহ সময়ে এর বিধান
(১৪২০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করে সাতবার বাইতুল্লাহর তাওয়াফ করেন এবং মাকামে ইবরাহীমের পেছনে দুই রাকআত সালাত আদায় করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাতবার তাওয়াফ করেন ।
عن ابن عمر رضي الله عنهما قال: قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا وصلى خلف المقام ركعتين وطاف بين الصفا والمروة سبعا
