ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১৫
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৫) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন হাজারে আসওয়াদ স্পর্শ করতেন তখন বলতেন, 'বিসমিল্লাহ, আল্লাহু আকবার: আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ' ।
عن ابن عمر رضي الله عنه أنه إذا استلم الحجر قال: بسم الله الله أكبر

হাদীসের ব্যাখ্যা:

[গ্রন্থকার এভাবেই উদ্ধৃত করেছেন। তবে তাবারানি ও বাইহাকির বর্ণনায়, এমনকি গ্রন্থকার যে ইবন হাজারের তালখীসের বরাত উল্লেখ করেছেন, সেখানেও দুআর বাক্যে بسم الله ও الله أكبر এর মাঝে و আছে। অর্থাৎ তাদের উদ্ধৃতিতে দুআটি হচ্ছে: بسم الله والله أكبر দেখুন: ইবন হাজার, আত তালখীসুল হাবীর ২/৫৩৭। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান