ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪১৪
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৪) ইবন আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে রুকনে ইয়ামানি দুইটি বা বাইতুল্লাহর দক্ষিণ দিকের দুইটি রুকন (দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব কোণ) ছাড়া অন্য কোনো কিছু স্পর্শ করতে দেখি নি।
عن ابن عباس رضي الله عنه قال: لم أر رسول الله صلى الله عليه وسلم يستلم غير الركنين اليمانيين
