ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১৩
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৩) ইবন আব্বাস রা. বলেন, যখন তুমি হাজারে আসওয়াদের সোজাসুজি অবস্থানে পৌঁছাবে তখন 'আল্লাহু আকবার' বলবে এবং দুআ করবে এবং নবী মুহাম্মাদ (ﷺ) এর উপর সালাত পাঠ করবে।
عن ابن عباس رضي الله عنه قال: إذا حاذيت به فكبر وادع وصل على محمد النبي عليه السّلام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪১৩ | মুসলিম বাংলা