ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪১২
হজ্ব - উমরার অধ্যায়
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১২) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে উমার, তুমি একজন শক্তিশালী মানুষ। তুমি যখন হাজারে আসওয়াদ স্পর্শ করার ইচ্ছা করবে তখন দুর্বলকে কষ্ট দেবে না। যদি তা তোমার জন্য খালি থাকে তাহলে তাকে স্পর্শ করবে। অন্যথায় তুমি তার দিকে মুখ করবে এবং 'আল্লাহু আকবার’ বলবে।
كتاب الحج
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا: يا عمر إنك رجل قوي لا تؤذ الضعيف إذ أردت استلام الحجر فإن خلا لك فاستلمه وإلا فاستقبله وكبر