ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১১
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাজারে আসওয়াদ সামনে নিয়ে স্পর্শ করেন। অতঃপর তিনি তাঁর দুইঠোঁট তার উপরে রেখে দীর্ঘক্ষণ ক্রন্দন করেন। হঠাৎ তিনি দৃষ্টি ঘুরিয়ে দেখেন যে, উমার রা. ক্রন্দন করছেন । তখন তিনি বলেন, উমার, এখানেই ঢালতে হয় চোখের পানি।
عن ابن عمر رضي الله عنهما قال: إستقبل رسول الله صلى الله عليه وسلم الحجر واستلمه ثم وضع شفتيه عليه يبكي طويلا فالتفت فإذا عمر رضي الله عنه يبكي فقال: يا عمر هاهنا تُسكب العبرات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪১১ | মুসলিম বাংলা