ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১০
হজ্ব - উমরার অধ্যায়
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১০) ইবন উমার রা.কে প্রশ্ন করা হয় হাজারে আসওয়াদ স্পর্শ করার বিষয়ে । তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি তা স্পর্শ করছেন এবং চুমু খাচ্ছেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أنه سئل عن استلام الحجر فقال رأيت رسول الله صلى الله عليه وسلم يستلمه ويقبله
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৪১০ | মুসলিম বাংলা