ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪০৯
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৯) ইয়া'লা ইবন উমাইয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গায়ে চাদর পরিহিত অবস্থায়, চাদরটি ডান বগলের নীচে দিয়ে পরে এর দুইপ্রান্ত বাম কাঁধের উপর রেখে তাওয়াফ করেন।
عن يعلى بن أمية رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم طاف بالبيت مضطبعا وعليه برد
