ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৪১৬
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফ সালাত বলে গণ্য
(১৪১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাইতুল্লাহর তাওয়াফ সালাতের মতোই, শুধুমাত্র ব্যতিক্রম হল যে, তোমরা তাওয়াফের মধ্যে কথা বল। কাজেই যে কথা বলবে সে যেন ভালো কথা ছাড়া কিছু না বলে ।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إن الطواف بالبيت مثل الصلاة إلا أنكم تتكلمون فمن تكلم فلا يتكلم إلا بخير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৪১৬ | মুসলিম বাংলা