ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪০০
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৪০০) ইবন আব্বাস রা. বলেন, ইহরামরত ব্যক্তির জন্য কোমরবন্ধ ও আংটি ব্যবহারে কোনো অসুবিধা নেই।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: لا بأس بالهميان و الخاتم للمحرم
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান দারাকুতনি, হাদীস-২৪৮১; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৯১৮৮]
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বলেন, হাদীসটির সনদের একজন বর্ণনাকারী ইউসুফ ইবন খালিদ দুর্বল। গ্রন্থকার বলেন, যাহাবি মীযানুল ই'তিদাল গ্রন্থে বলেন, এই ব্যক্তি ফিকহি মাসআলা-মাসায়িলে অভিজ্ঞ ছিলেন তবে হাদীস বর্ণনায় দুর্বল ছিলেন। (গ্রন্থকার)
হাইসামি মাজমাউয যাওয়ায়িদ গ্রন্থে বলেন, হাদীসটির সনদের একজন বর্ণনাকারী ইউসুফ ইবন খালিদ দুর্বল। গ্রন্থকার বলেন, যাহাবি মীযানুল ই'তিদাল গ্রন্থে বলেন, এই ব্যক্তি ফিকহি মাসআলা-মাসায়িলে অভিজ্ঞ ছিলেন তবে হাদীস বর্ণনায় দুর্বল ছিলেন। (গ্রন্থকার)