ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৯৯
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৯) উম্মুল হুসাইন রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বিদায় হজ্জ আদায় করি। তখন আমি দেখেছিলাম, উসামা রা. ও বিলাল রা. দুইজনের একজন নবী (ﷺ) এর উটের লাগাম ধরে আছেন এবং অপরজন তার কাপড়টি তুলে রাসূলুল্লাহ (ﷺ) কে রৌদ্রতাপ থেকে আড়াল করছেন । এভাবে তিনি জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ শেষ করেন।
كتاب الحج
عن أم الحصين رضي الله عنها قالت: حججت مع النبي صلى الله عليه وسلم حجة الوداع فرأيت أسامة وبلالًا وأحدهما أخذ بخطام ناقة النبي صلى الله عليه وسلم والآخر رافع ثوبه يستره من الحر حتى رمى جمرة العقبة

হাদীসের ব্যাখ্যা:

এ থেকে জানা যায় যে, মাথার পোশাক টুপি, পাগড়ি ইত্যাদি নিষিদ্ধ হলেও, ছাতা ইত্যাদি অতিরিক্ত কাপড়ের মাধ্যমে রোদ-বৃষ্টি থেকে আড়াল করা জায়িয। (অনুবাদক)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৯৯ | মুসলিম বাংলা