ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৯৮
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করেন। তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাকে কোনো সুগন্ধি লাগাবে না এবং তার মাথা আবৃত করবে না। কারণ সে কিয়ামতের দিন চুল জড়ানো (ইহরাম) অবস্থায় উত্থিত হবে। অন্য বর্ণনায়: তোমরা তার মুখ ও মাথা আবৃত কোরো না; কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে।
عن ابن عباس رضي الله عنهما في المحرم الذي مات مرفوعا: ولا تمسوه بطيب ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبدا... ولا تخمروا وجهه ولا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا
