ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৯৭
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহিলার ইহরাম তার মুখে এবং পুরুষের ইহরাম তার মাথায়।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إحرام المرأة في وجهها وإحرام الرجل في رأسه
