ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৯৬
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিলার উপর শুধুমাত্র তার মুখমণ্ডল ছাড়া কোথাও ইহরাম নেই (ইহরামের জন্য শুধুমাত্র মুখমণ্ডল ছাড়া আর কিছু খুলে রাখতে হবে না)।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ليس على المرأة إحرام إلا في وجهها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৯৬ | মুসলিম বাংলা