ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৯৫
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৫) আয়িশা রা. বলেন, আমরা মহিলারা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ইহরামরত অবস্থায় চলছিলাম। উটের পিঠে মুসাফিরদের কাফেলা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। যখন তারা আমাদের একেবারে পাশে চলে আসছিল তখন আমরা মহিলারা আমাদের মাথার চাদর টেনে মুখের উপর নামিয়ে দিচ্ছিলাম। যখন তারা আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছিল তখন আমরা চাদরগুলো সরিয়ে মুখ খুলে দিচ্ছিলাম।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৯৫ | মুসলিম বাংলা