ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪০১
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জপালনকারী উষ্কখুষ্ক অগোছালো সুগন্ধহীন
(১৪০১) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হাজি কে? তিনি বলেন, উষ্কখুষ্ক অগোছালো চুলের সুগন্ধবিহীন ব্যক্তি ।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم: من الحاج؟ قال: الشعث التفل
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান তিরমিযি, হাদীস-২৯৯৮; সুনান ইবন মাজাহ, হাদীস-২৮৯৬]
তিরমিযি হাদীসটি উদ্ধৃত করে হাদীসটির দুর্বলতা বর্ণনা করে বলেছেন, হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবরাহীম ইবন ইয়াযীদ দুর্বল। ইবন হাজার আসকালানি ও অন্যান্য মুহাদ্দিস এই ব্যক্তিকে অত্যন্ত দুর্বল বা মুনকারুল হাদীস বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
তিরমিযি হাদীসটি উদ্ধৃত করে হাদীসটির দুর্বলতা বর্ণনা করে বলেছেন, হাদীসটির একমাত্র বর্ণনাকারী ইবরাহীম ইবন ইয়াযীদ দুর্বল। ইবন হাজার আসকালানি ও অন্যান্য মুহাদ্দিস এই ব্যক্তিকে অত্যন্ত দুর্বল বা মুনকারুল হাদীস বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)