ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৪০১
হজ্জপালনকারী উষ্কখুষ্ক অগোছালো সুগন্ধহীন
(১৪০১) ইবন উমার রা. থেকে বর্ণিত, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেন, হাজি কে? তিনি বলেন, উষ্কখুষ্ক অগোছালো চুলের সুগন্ধবিহীন ব্যক্তি ।
عن ابن عمر رضي الله عنهما أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم: من الحاج؟ قال: الشعث التفل
