ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৯৭
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহিলার ইহরাম তার মুখে এবং পুরুষের ইহরাম তার মাথায়।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إحرام المرأة في وجهها وإحرام الرجل في رأسه
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান দারাকুতনি, হাদীস-২৭৬১]
ইবন হাজার আসকালানি বলেন, দারাকুতনি বলেছেন, শুধুমাত্র আইউব ইবন মুহাম্মাদ নামক একজন রাবী উবাইদুল্লাহ ইবন উমার থেকে (তিনি নাফি' থেকে ইবন উমার থেকে) হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন। অন্যান্য রাবী হাদীসটিকে ইবন উমারের কথা হিসাবে বর্ণনা করেছেন এবং সঠিক কথা হল যে তা ইবন উমারের কথা। গ্রন্থকার বলেন, আসকালানি ও দারাকুতনির কথা সঠিক নয়। সুনান দারাকুতনিতেই অন্য সনদে হিশাম ইবন হাসসান নামক অন্য রাবী উবাইদুল্লাহ থেকে হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন। হিশাম বুখারি ও মুসলিমসহ সিহাহ সিত্তার নির্ভরযোগ্য রাবী। এতে বোঝা যায় যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে সহীহ। আল্লাহই ভালো জানেন।
ইবন হাজার আসকালানি বলেন, দারাকুতনি বলেছেন, শুধুমাত্র আইউব ইবন মুহাম্মাদ নামক একজন রাবী উবাইদুল্লাহ ইবন উমার থেকে (তিনি নাফি' থেকে ইবন উমার থেকে) হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন। অন্যান্য রাবী হাদীসটিকে ইবন উমারের কথা হিসাবে বর্ণনা করেছেন এবং সঠিক কথা হল যে তা ইবন উমারের কথা। গ্রন্থকার বলেন, আসকালানি ও দারাকুতনির কথা সঠিক নয়। সুনান দারাকুতনিতেই অন্য সনদে হিশাম ইবন হাসসান নামক অন্য রাবী উবাইদুল্লাহ থেকে হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেছেন। হিশাম বুখারি ও মুসলিমসহ সিহাহ সিত্তার নির্ভরযোগ্য রাবী। এতে বোঝা যায় যে, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে সহীহ। আল্লাহই ভালো জানেন।