ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৯১
হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৯১) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার নিজের মত হিসাবে মহিলা তালবিয়া বলতে তার কণ্ঠস্বর উচ্চ করবেন না।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما موقوفا: المرأة لا ترفع صوتها بالتلبية