ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৯০
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৯০) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, কোন কাজটি সর্বোত্তম? তিনি বলেন, (তালবিয়ার) উচ্চশব্দ এবং (কুরবানীর পশুর) রক্ত বইয়ে দেওয়া।
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: سئل أي العمل أفضل؟ قال: العج والثج
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৯০ | মুসলিম বাংলা