ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৮৯
হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৮৯) তাবিয়ি খাল্লাদ ইবন সায়িব আনসারি তার পিতা সাহাবি সায়িব ইবন খাল্লাদ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, জিবরাঈল আ. আমার নিকট এসে আমাকে নির্দেশ দেন যে, আমি আমার সাথিদেরকে এবং আমার সাথে যারা আছেন তাদেরকে নির্দেশ দেব, তারা যেন উচ্চস্বরে তালবিয়া বলে।
كتاب الحج
عن خلاد بن السائب الأنصاري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتاني جبريل عليه السلام فأمرني أن أمر أصحابي ومن معي أن يرفعوا أصواتهم بالإهلال