ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৮৮
হজ্ব - উমরার অধ্যায়
কখন তালবিয়া বলা মুসতাহাব
(১৩৮৮) তাবিয়ি আব্দুর রহমান ইবন সাবিত ( ১১৮ হি.) বলেন, পূর্ববর্তী মানুষেরা (সাহাবিগণ) চারস্থানে তালবিয়া বলতে ভালোবাসতেন: সালাতের পরে, যখন কোনো প্রান্তরে নামতেন অথবা উপরে উঠতেন এবং বন্ধুদের সাথে সাক্ষাতের সময়।
كتاب الحج
عن ابن سابط قال: كان السلف يستحبون التلبية في أربعة مواضع: في دبر الصلاة وإذا هبطوا واديا أوعلوه وعند التقاء الرفاق
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন আবী শাইবা সহীহ সনদে । অনুরূপ হাদীস ইবন নাজিয়া তার ফাওয়াইদ গ্রন্থে জাবির রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলন করেছেন)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১২৭৪৭; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩৩; ইবন হাজার, আদ দিরায়াহ ২/১২]