ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৮১
ইহরামের পূর্বে সুগন্ধি ব্যবহার
(১৩৮১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর ইহরাম করার পূর্বে ইহরামের জন্য আমি তাঁকে সুগন্ধি মাখিয়ে দিতাম। অন্য বর্ণনায়: আমার মনে হচ্ছে আমি (এখনো) রাসূলুল্লাহ (ﷺ) এর ইহরামরত অবস্থায় তাঁর সিঁথিতে সুগন্ধির উজ্জ্বলতা দেখতে পাচ্ছি।
عن عائشة رضي الله عنها قالت: كنت أطيب رسول الله صلى الله عليه وسلم لإحرامه قبل أن يحرم. وفي رواية: كأني أنظر إلى وبيص الطيب في مفرق النبي صلى الله عليه وسلم وهو محرم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৮১ | মুসলিম বাংলা