ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৮০
হজ্ব - উমরার অধ্যায়
ইহরামের পূর্বে গোসল করা
(১৩৮০) ইবন উমার রা. বলেন, সুন্নত হল যখন ইহরাম করার সিদ্ধান্ত গ্রহণ করবে তখন গোসল করবে।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما قال: من السنة أن يغتسل إذا أراد أن يحرم
tahqiqতাহকীক:তাহকীক চলমান