ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৭৯
হজ্ব - উমরার অধ্যায়
ঋতুমতী ও প্রসবোত্তর রক্তস্রাবগ্রস্ত মহিলা কীভাবে হজ্জ পালন করবে
(১৩৭৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ঋতুমতী মহিলা ও সন্তান প্রসবোত্তর রক্তস্রাবগ্রস্ত মহিলা মীকাতে পৌঁছালে গোসল করবে, ইহরাম করবে এবং বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের সকল কর্ম পালন করবে ।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: الحائض والنفساء إذا أتتا على الوقت تغتسلان وتحرمان وتقضيان المناسك كلها غير الطواف بالبيت
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ। তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন । হাদীসটি মূল বক্তব্য মুসলিম আয়িশা রা. থেকে উদ্ধৃত করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-১৭৪৪; সুনান তিরমিযি, হাদীস-৯৪৫]