ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৮২
ইহরামের পূর্বে দুই রাকআত
(১৩৮২) আব্দুল্লাহ ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যুল হুলাইফায় দুই রাকআত সালাত** আদায় করতেন। অতঃপর যখন তাঁর উট তাঁকে নিয়ে যুল হুলাইফার মসজিদের নিকট সোজা হয়ে দাঁড়িয়ে পড়ত তখন তিনি তালবিয়া পাঠ শুরু করতেন।
عن عبد الله بن عمر رضي الله عنهما: كان رسول الله صلى الله عليه وسلم يركع بذي الحليفة ركعتين ثم إذا استوت به الناقة قائمة عند مسجد ذي الحليفة أهل
