ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৫৮
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয় উমরাহ সম্পর্কে, তা ওয়াজিব কিনা? তিনি বলেন, না। তবে তোমরা উমরাহ আদায় করবে, এটিই তোমাদের জন্য উত্তম।
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن العمرة أواجبة هي؟ قال لا وأن تعتمروا هو أفضل
