ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৫৯
হজ্জ বা উমরাহ পালনকারীর মর্যাদা
(১৩৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক উমরাহ থেকে অন্য উমরাহ উভয়ের মধ্যবর্তী যা (পাপ) আছে তার কাফফারা বা ক্ষতিপূরণ । এবং পুণ্যময়-কল্যাণময় বা মকবুল হজ্জের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নেই।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء (ثواب) إلا الجنة
