ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৫৭
হজ্ব - উমরার অধ্যায়
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৭) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি হজ্জ পালনের ইচ্ছা করবে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ রোগী রোগে আক্রান্ত হতে পারে, বাহন হারিয়ে যেতে পারে এবং বিশেষ প্রয়োজন বা অসুবিধা দেখা দিতে পারে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৫৭ | মুসলিম বাংলা