ফিকহুস সুনান ওয়াল আসার
৬. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ১৩৫৬
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে বক্তৃতা প্রদান করে বলেন, হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ্জ ফরয করেছেন, অতএব তোমরা হজ্জ আদায় করো। তখন একব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, প্রতি বছরেই কি? তখন তিনি চুপ করে থাকলেন । এভাবে লোকটি তিনবার এই কথা বলল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি যদি ‘হ্যাঁ' বলতাম তাহলে প্রতি বছর হজ্জ আদায় করা তোমাদের জন্য আবশ্যকীয় হয়ে যেত।
عن أبي هريرة رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله؟ فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم: لو قلت نعم لوجبت
