ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪১
শুক্রবারে সিয়াম পালন
(১৩৪১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ কখনোই শুক্রবারে সিয়াম পালন করবে না, কিন্তু তার আগে একদিন অথবা তার পরে একদিন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لا يصومن أحدكم يوم الجمعة إلا يوما قبله أو بعده
