ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৪০
আইয়ামে তাশরীকের সিয়াম পালনে নিষেধাজ্ঞা
(১৩৪০) নুবাইশা হুযালি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তাশরীকের দিনগুলো (ঈদুল আযহার পরের তিনদিন) আহার, পান এবং আল্লাহর যিকরের জন্য।
عن نبيشة الهذلي رضي الله عنه مرفوعا: أيام التشريق أيام أكل وشرب وذكر الله عز وجل
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৪০ | মুসলিম বাংলা