ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩২৫
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৫) আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, আমি আয়িশা রা.কে বললাম, আমার আম্মা মৃত্যুবরণ করেছেন এবং রামাদানের সিয়াম তার উপর রয়েছে । আমি কি তার পক্ষ থেকে কাযা করব? তিনি বলেন, না। বরং তুমি তার পক্ষ থেকে প্রতিদিনের সিয়ামের স্থলে একজন দরিদ্রকে দান করবে। এইরূপ করা তোমার পক্ষ থেকে সিয়াম পালনের চেয়ে উত্তম।
عن عمرة ابنة عبد الرحمن قالت: سألت عائشة رضي الله عنها فقلت لها: إن أمي توفيت وعليها رمضان أيصلح أن أقضي عنها؟ فقالت: لا, ولكن تصدقي عنها مكان كل يوم على مسكين خير من صيامك عنها

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার টীকায় বলেন, হাদীসটি এভাবে এই শব্দে ইবনুত তুরকমানি উল্লেখ করেছেন। কিন্তু আমি নিজে তাহাবির শারহু মুশকিলিল আসার গ্রন্থে হাদীসটি নিম্নরূপ দেখতে পেয়েছি: عن عمرة قالت: توفيت أمي وعليها من رمضان صوم فسألت عائشة رضي الله عنها عن ذلك فقالت: أقضيها عنها. ثم قالت: بل تصدقي مكان كل يوم على مسكين نصف صاع আমরাহ বলেন, আমার আম্মা মৃত্যুবরণ করেন এবং তার উপর রামাদানের কিছু সিয়াম বাকি ছিল। তখন আমি আয়িশা রা.কে এ বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বলেন, তুমি তোমার আম্মার পক্ষ থেকে কাযা আদায় করো। এরপর তিনি বলেন, বরং তুমি প্রত্যেক দিনের পরিবর্তে একজন দরিদ্রকে অর্ধ সা' (খাদ্য) দান করো। [হাদীস নং-২৩৯৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান