ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩২৪
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মৃত্যুবরণ করে এবং তার উপর সিয়াম রয়ে যায় তাহলে তার পক্ষ থেকে তার ওয়ারিস-অভিভাবক সিয়াম পালন করবে।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: من مات وعليه صيام صام عنه وليه
