ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩২৩
রোযার অধ্যায়
অতিবৃদ্ধের জন্য ফিদইয়া প্রদানের বিধান
(১৩২৩) ইবন আব্বাস রা. বলেন, অতি বৃদ্ধের জন্য অনুমতি দেওয়া হয়েছে যে, সে সিয়াম ভঙ্গ করবে এবং প্রতি দিনের পরিবর্তে একজন দরিদ্রকে খাওয়াবে । তার উপর কোনো কাযা নেই।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنهما قال: رخص للشيخ الكبير أن يفطر ويطعم عن كل يوم مسكينا ولا قضاء عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩২৩ | মুসলিম বাংলা