ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩২৩
অতিবৃদ্ধের জন্য ফিদইয়া প্রদানের বিধান
(১৩২৩) ইবন আব্বাস রা. বলেন, অতি বৃদ্ধের জন্য অনুমতি দেওয়া হয়েছে যে, সে সিয়াম ভঙ্গ করবে এবং প্রতি দিনের পরিবর্তে একজন দরিদ্রকে খাওয়াবে । তার উপর কোনো কাযা নেই।
عن ابن عباس رضي الله عنهما قال: رخص للشيخ الكبير أن يفطر ويطعم عن كل يوم مسكينا ولا قضاء عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩২৩ | মুসলিম বাংলা