ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩২২
 রোযার অধ্যায়
রামাদানের ভাঙ্গা সিয়াম কীভাবে কাযা করতে হবে
(১৩২২) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামাদানের ভাঙ্গা সিয়ামের কাযার বিষয়ে বলেন, যদি সে চাই তাহলে বিচ্ছিন্নভাবে কাযা করবে। আর যদি সে চায় তাহলে একটানা কাযা করবে।
كتاب الصيام
عن ابن عمر رضي الله عنهما مرفوعا قال في قضاء رمضان: إن شاء فرق وإن شاء تابع